দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে ভক্তদের মুগ্ধ করে আসা সংগীতশিল্পী তাহসান খান এবার সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি তার ফেসবুক পেজ (প্রায় এক কোটি ফলোয়ার) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (৩৫ লাখের বেশি ফলোয়ার) হঠাৎই অদৃশ্য হয়ে যায়। বর্তমানে দুটি অ্যাকাউন্টই বন্ধ রয়েছে।
কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় এক কনসার্টে ভক্তদের উদ্দেশ্যে তাহসান জানান, তিনি ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন। এর আগেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেন, তিনি নিজেই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করেছেন। তার ভাষায়—
“অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এখন অসম্ভব টক্সিক হয়ে গেছে। ভালো কন্টেন্টের চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন ধরেই বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকলে সেটা সম্ভব নয়।”
তাহসানের এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ লিখেছেন, তারা প্রিয় শিল্পীকে বিদায় জানাতে প্রস্তুত নন। আবার অনেকেই আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতির পর হয়তো আবার মঞ্চে ফিরবেন তিনি।