রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ছাত্রদের ওপর গুলি চালানো যুবলীগ সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তার করেছে ডিএমপি তেজগাঁও জোনের পুলিশ ও স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলে অংশ নিলে তাকে শনাক্ত করে আটক করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গতকাল সারাদিন ফার্মগেট, উত্তরা, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে শাহ আলমও ছিলেন। তিনি ১৯ জুলাই ও ২ আগস্ট উত্তরায় ছাত্রদের ওপর সরাসরি গুলি চালান।
শাহ আলমের গ্রেপ্তারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে ডিএমপি তেজগাঁওয়ের এডিসি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উত্তরার কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শাহ আলমকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। বিশ্লেষকরা বলছেন, ছাত্রদের উপর হত্যাযজ্ঞ চালানোর মতো ভয়ঙ্কর অপরাধ করার পরও এরা এতটাই দুঃসাহসী হয়ে উঠেছিল যে প্রকাশ্যে মিছিলে অংশ নেওয়ার সাহস দেখিয়েছে। এ ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।