বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স (সিপিআইএফএ)-এর ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মি. ঝৌ পিংজিয়ান নেতৃত্বাধীন ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য বৈঠক হয়।
বৈঠকে আমীরে জামায়াত বলেন, “চীন ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। জনগণ আমাদের দায়িত্ব দিলে সমতার ভিত্তিতে দেশ পরিচালনা করব।” তিনি বাংলাদেশের অর্থনীতি, দুর্নীতি, অর্থপাচার সংকট এবং বিশ্ব মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, মিয়ানমার ও গাজার নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন।
চীনা প্রতিনিধি দল বলেন, চীন ১৯৪৯ থেকে ২০৪৯ পর্যন্ত আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা বাংলাদেশ–চীন সম্পর্ককে কৌশলগতভাবে আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধি দল জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও জানতে চাইলে আমীরে জামায়াত জানান, জামায়াত সবসময় নির্বাচনমুখী দল এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি তাদের রয়েছে।