বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ প্রতিনিধিদলের টিম লিডার মি. মেটে বাক্কেন, লিগ্যাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জারিনা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, ইইউ প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছে এবং তারা নির্বাচনী সময়কালে ৬৪ জেলায় পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।
জামায়াত আমির বলেন, শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইইউ’র টেকনিক্যাল সহায়তা প্রয়োজন। তিনি প্রবাসীদের ভোটাধিকার, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাকে জামায়াতের মূল অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিগত দেড় যুগে গণতন্ত্র দমন, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং জামায়াতের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে জামায়াত প্রস্তুত, তবে শর্ত হলো—জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনকে অবশ্যই ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য করতে হবে।
জামায়াত আমির ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগে আবারও বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন।