ইসরায়েলের পক্ষে ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দিতে মোতায়েন হওয়া ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকন্দ (INS Trikand) শেষ পর্যন্ত তুরস্কের কঠোর অবস্থানের মুখে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে।
ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, টানা ১৮ ঘণ্টা তুর্কি নৌবাহিনীর সতর্কতা, নজরদারি ও কূটনৈতিক চাপের পর জাহাজটি সরে যায়।
তুরস্ক শুরু থেকেই সুমুদ ফ্লোটিলাকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান নেয়। আঙ্কারা ঘোষণা দেয়, আন্তর্জাতিক পানিসীমায় কোনো মানবিক সহায়তা বহনকারী জাহাজকে অবরোধের চেষ্টা হলে তারা ‘সরাসরি প্রতিক্রিয়া’ জানাবে।
বিশ্লেষকরা বলছেন, এ ঘটনাকে তুরস্কের ভূ-রাজনৈতিক শক্তি প্রদর্শন এবং ইসরায়েলপন্থি জোটের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রের যুদ্ধজাহাজ এভাবে পিছু হটতে বাধ্য হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।