চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলযোগে আসা সশস্ত্র দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মুহাম্মদ আবদুল হাকিম (৬৫)। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তিনি কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় আবদুল হাকিম প্রাইভেট কারে রাউজান থেকে চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তার গাড়িতে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। সাথে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা অভিযোগ করেছেন, এটি একটি টার্গেট কিলিংয়ের ঘটনা এবং এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জটিল প্রেক্ষাপট রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শুধুমাত্র রাউজানেই বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে অন্তত দেড় ডজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী নিহত হয়েছেন। দলীয় গ্রুপিংকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিনিময় ও হামলার ঘটনা ঘটেছে শতাধিকবার। এসব ঘটনায় তিন শতাধিক ব্যক্তি আহত বা গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় বিএনপি সূত্র বলছে, রাউজানে দলের নিয়ন্ত্রণ নিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীপন্থী ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নিচ্ছে।