বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যমুনা না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক শিক্ষার্থীদের

- তুহিন সিরাজী
মে ১৪, ২০২৫
A A
যমুনা না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক শিক্ষার্থীদের
Share on FacebookShare on Twitter

শিক্ষক শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যমুনার অভিমুখে কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এই সংবাদ লেখা পর্যন্ত সরকারের উচ্চ মহল থেকে এখনো পর্যন্ত কোন তো আসেনি।

বুধবার বিকেলে এই ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা। এসময় শিক্ষক শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষক ও ছাত্রদের উপর যে হামলা চালানো হয়েছে তার বিচার করতে হবে। ঘাতক পুলিশের বিচার করতে হবে।

এসময় শিক্ষার্থীরা -জেগেছেরে জেগেছে জবিয়ান জেগেছে, আমার ভাই অনাহারে -যমুনা কি করে, এসেছি যমুনায় -যাবো না খালিহাতে, এসব স্লোগান দেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে ;

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে;

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।

এদিন সকাল ১১টায় তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে শুরু করে শিক্ষক শিক্ষার্থী। লং মার্চটি গুলিস্থান, মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে আসলে ১২.৪০ এর সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লং মার্চে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর। এসময় ছত্রভঙ্গ করতে গরম পানি ছোড়ে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন। আহত প্রায় ৩০ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে আহত ও চিকিৎসাধীন শিক্ষক শিক্ষার্থীদের সবার নাম পরিচয় জানা যায়নি। এদিন পুলিশের লাঠি চার্জে আহত হন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহতাব লিমন, জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ, দৈনিক সংবাদের মেহেদী হাসান, ঢাকা ট্রিবিউন প্রতিনিধি সোহান ফরাজী, ইত্তেফাকের নাজিদ, সাংবাদিক ওমর ফারুক জিলন। এছাড়া জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনসহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন।

এছাড়া শিক্ষকদের মধ্যে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ইংলিশ বিভাগের শিক্ষক নাসিরউদ্দিন, ইতিহাস বিভাগের শিক্ষক বেলাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর নাইম সিদ্দিকি, প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মোশাররফ হোসেন।

এদিন বিকাল ৩টার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমিন, ব্যাবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শের উপস্থিন হন।

সন্ধ্যা ছয়টার দিকে উপাচার্যের নেতৃত্বে ট্রেজারার রেজিস্টার প্রক্টর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টার একান্ত সহকারী সচিব সাব্বির আমাদের সাথে আলোচনায় বসে। তবে এখনো কোনো সিদ্ধান্ত কিংবা কোনো সংবাদ আসেনি।

এদিন জবি শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষার নামে প্রতারণা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। সকল আন্দোলনে জবি সমৃক্ত ছিলো। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষার নামে প্রতারণা করা হয়।

তিনি বলেন, ৫ই আগস্ট এর পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি কিন্তু সরকার সে দাবি আমলে নিচ্ছে না। জবিয়ানদের এই আন্দোলনের শিক্ষক শিক্ষার্থীর সবাই ঐক্যবদ্ধ ছিল আন্দোলনে পুলিশে যা হামলা চালিয়েছে এটা কখনোই ঠিক করেনি। তাদের বিচার হওয়া উচিত।

তিনি বলেন, যেই সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করতে পারে না এই সরকার।

অতি উৎসাহী হয়ে যারা আন্দোলন তাদেরকে বিচার করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দাবি আছে এ দাবি শিক্ষার্থীদের জন্য অবশ্যই ঘোষণা আসতে হবে।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সাবেক শিক্ষার্থী হিসেবে আমি বলছি শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নেয়া উচিৎ। দাবি আদায় না হওয়া মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে। চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। আমার সহকারী প্রক্টরের উপর পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচারণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখন থেকে যাওয়া হবে না। এসব উগ্র পুলিশের বিচার চাই।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.রইছ উদ্দীন বলেন, সরকারের এই কর্মকাণ্ডে আমরা মর্মাহত। আমার শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। শতাধিক শিক্ষার্থী আহত। পুলিশের এই বিচার করতে হবে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার

আগস্ট ৭, ২০২৫
প্রধান সংবাদ

কাশিমপুর কারাগারে ‘হত্যাযজ্ঞ’-এর ১ বছর: বিচারহীনতার এক ভয়াবহ দৃষ্টান্ত

আগস্ট ৭, ২০২৫
বিএনপি

‘ড. ইউনূস আসলেও টাকা ছাড়া হলের সিট কেউ দিতে পারবে না’

আগস্ট ৭, ২০২৫

সপ্তাহের সেরা

  • হেফাজত আমিরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক: জামায়াত

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারবিরোধী ষড়যন্ত্রে ‘মেজর সাদিক’ একা নন: উঠে আসছে একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তার নাম

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রকৌশলীদের চাঁদার টাকায় দলীয় সভা? আইইবি ঢাকা কেন্দ্রের ২ আগস্টের আলোচনা সভা নিয়ে ক্ষোভ প্রকৌশলীদের

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেটার বাংলাদেশ’ মানচিত্রের পেছনে তুর্কি এনজিওর সমর্থন, জড়িত ইসলামপন্থি গোষ্ঠী: জয়শঙ্কর

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা, সংবিধানে তফসিলে সন্নিবেশিত হবে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংস্কার ছাড়া নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদ জন্ম নেবে: গোলাম পরওয়ার

আগস্ট ৭, ২০২৫

পঞ্চগড়ে ছাত্রদলের দুই গ্রুপের কোন্দলে ছুরিকাঘাতে খুন ছাত্রদলকর্মী জাবেদ

আগস্ট ৭, ২০২৫

জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি

আগস্ট ৭, ২০২৫
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version