বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, কেউ যদি ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখে, জনগণ তা প্রতিহত করবে।
বুধবার বাদ আসর দক্ষিণ আইচা বাজারে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোস্তফা কামাল বলেন, রাজনৈতিক দলগুলোকে গত জুলাইয়ের আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। জনগণ আন্দোলনের মাধ্যমে ভারতের — (Note: original said “হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসন তাড়িয়েছে”; retain meaning) — ক্ষমতার দীর্ঘ ১৫ বছরের অনিয়মের বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা তাদের ভোট ও অন্যান্য অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, মানুষ প্রত্যেক ভোটের সঠিক মূল্যায়ন চাই; তাই তারা জোর দেয়না—পিআর (প্রতিনিধিত্বমূলক) প্রণালীতে জাতীয় নির্বাচন চায়। তিনি জানান, এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জুলাই সনদকে আইনি কাঠামোতে আনার উদ্যোগ নিয়েছে এবং এজন্য সরকারকে ধন্যবাদ জানান।
মাওলানা মোস্তফা কামাল বলেন, কেন্দ্রে রাখা পাঁচ দফা দেশের জনগণের দাবি। এই দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার বাস্তব ও দৃশ্যমান করতে হবে, আওয়ামী লীগের সহকারী গঠন জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করা এবং সমতামূলক নির্বাচনী পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে।