রবিবার, জুলাই ২০, ২০২৫
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিশ্লেষণ

ভোট নিয়ে নানা আলোচনা, একের পর এক ঘটনা

মে ১৫, ২০২৫
ভোট নিয়ে নানা আলোচনা, একের পর এক ঘটনা
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক কয়েকটি ঘটনা জাতীয় রাজনীতিতে যেমন উত্তেজনা তৈরি করেছে, তেমনি নানা আলোচনার জন্মও দিয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা ঢাকা পড়ে যাচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নীতিনির্ধারকেরা মনে করেন, কোনো ঘটনাই জাতীয় নির্বাচনের মতো জনদাবিকে আড়াল করতে পারবে না। জামায়াতে ইসলামীর নেতাদের ধারণাও একই রকম।

বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দাবি করে নির্বাচনের পথনকশা চেয়ে আসছে। আর জামায়াত কিছু মৌলিক সংস্কার সম্পন্ন করে সম্ভব হলে ডিসেম্বরেই, তা না হলে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠান চায়।

কিন্তু গত কয়েক সপ্তাহে সংঘটিত কিছু ঘটনা জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। যার রেশ এখনো রয়ে গেছে। এর মধ্যে গত এপ্রিলের শেষ দিকে রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয়ে হয়ে ওঠে জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে খাদ্যসহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনা। সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এ-সংক্রান্ত বক্তব্যের পর রাজনৈতিক দলগুলোতে তীব্র প্রতিক্রিয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রব্যবস্থার নানামুখী সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। এমন সময়ে ‘করিডর’ নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের সৃষ্টি হয়। এই উত্তাপের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হঠাৎ তীব্রভাবে সামনে আসে। গণ-অভ্যুত্থানের সম্মুখভাবে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এই আন্দোলনের নেতৃত্ব দেন। এতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামসহ কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন দলমতের অনুসারী নেতা-কর্মী ও সমর্থকেরা সমর্থন জোগান। এ দাবিতে টানা তিন দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’ ঘিরে অবস্থান, অবরোধ ও গণজমায়েতেরকর্মসূচির মধ্যে সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। এরপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। জুলাই গণ-অভ্যুত্থানে নির্বিচার গুলি করে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা, তাঁর সরকারের মন্ত্রী ও নেতাদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো বিষয়গুলো সামনে আসায় নির্বাচনের বিষয়টি আলোচনার বাইরে চলে যাচ্ছে, এমনটা মনে করেন না এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব৷ তিনি প্রথম আলোকে বলেন, বিএনপি উল্টো অতি দ্রুত নির্বাচনকে বেশি ফোকাস করে বর্তমান জাতীয় স্বার্থ বা আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শক্ত ভূমিকা রাখছে না৷ এনসিপির দিক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির অপসারণের মতো দাবিগুলো নির্বাচন পেছানোর জন্য তোলা হয়নি৷ এগুলো তোলা হয়েছে জাতীয় স্বার্থে৷

এনসিপির ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার কয়েক দিনের মাথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাসনাত আন্দোলনের ডাক দেন। এতে এনসিপির নেতৃত্বে শুরুতে দ্বিধা ছিল। পরে সবাই একসঙ্গে রাস্তায় নেমে ভূমিকা রাখলেও কৃতিত্ব যায় হাসনাতের অনুকূলে। এতে ভেতরে-ভেতরে এনসিপির শীর্ষ নেতৃত্বে অস্বস্তি ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। যদিও এনসিপি শুরু থেকেই ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে আসছিল।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এর জন্য তো (আওয়ামী লীগ নিষিদ্ধ করতে) অবরোধ করার দরকার নেই। বিএনপি লিখিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। আমরা মনে করি, বিচারের মাধ্যমে এর সমাধান হবে।’

এ দিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর উদ্‌যাপনের মধ্যেই সামনে আসে শাহবাগের গণজমায়েতের কর্মসূচিতে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিতর্কিত স্লোগান এবং জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার ঘটনা। এর রেশ ধরে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম একাত্তরের গণহত্যার সহযোগীদের ক্ষমতা চাইতে হবে বলে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন। যিনি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের বিতর্কিত ভূমিকার ইঙ্গিত করে মাহফুজ আলম ওই পোস্ট দেন বলে মনে করা হয়। কারণ, তাঁর ওই পোস্টের পর এনসিপি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ পাল্টাপাল্টি প্রচারণা শুরু করে, যা এখনো চলছে।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীতের অবমাননার প্রতিবাদে ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ নামে একটি কর্মসূচি হয়, যেখানে এনসিপির ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠন অংশ নেয়। এ বিষয়ে আরও কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এ ধরনের নতুন নতুন ঘটনা ও বিতর্ক জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলার চেষ্টা কি না, রাজনৈতিক মহলে সন্দেহের উদ্রেক করছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের  বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। আমরা মনে করি, কিছু বিষয়ে সংস্কার নির্বাচনের আগে জরুরি। রাজনৈতিক অংশীজনদের মৌলিক যে দাবিগুলো আছে, বর্তমান সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে সংস্কার করবেন এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের ব্যবস্থা করবেন। অন্যথায় দেশে অনিশ্চয়তা তৈরি হবে।’

এই মুহূর্তে বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচন। এই লক্ষ্যে দলটি একদিকে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে; অন্যদিকে তরুণদের লক্ষ্য করে বিভাগীয় পর্যায়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ শুরু করেছে। বিএনপির নীতিনির্ধারকেরা এখন নির্বাচন ছাড়া নতুন-পুরোনো কোনো ইস্যুকেই ধর্তব্যে আনতে চাইছেন না। বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কিছু মানুষের স্বার্থসংশ্লিষ্ট দাবি থাকবেই। স্বল্পসংখ্যক ব্যক্তির জন্য মানুষের ভোটাধিকার তো আটকে থাকবে না। তাঁর মতে, বিগত ১৫ বছর শেখ হাসিনা বাংলাদেশের মালিক ছিলেন। এখন বাংলাদেশের মানুষ নতুন কোনো মালিক দেখতে চায় না। অনেকের অনেক দাবি আছে, তাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনই এর সমাধান।

সম্পর্কিত খবর

জাতীয়

সমাবেশস্থলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জুলাই ১৯, ২০২৫
জামায়াত

জামায়াতের প্রচার ও মিডিয়া উপকমিটির বৈঠক

জুলাই ১৮, ২০২৫
জামায়াত

যুবদল-ছাত্রদল দ্বন্দ্বে ফেরি বন্ধ, অপেক্ষায় দেড়শতাধিক যানবাহন

জুলাই ১৮, ২০২৫

সপ্তাহের সেরা

  • যেভাবে দেশ ছেড়ে পালালেন হারুন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল সভাপতি মুন্না লন্ডন যাচ্ছেন ৬ আগস্ট, কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার আভাস

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল-ছাত্রদল দ্বন্দ্বে ফেরি বন্ধ, অপেক্ষায় দেড়শতাধিক যানবাহন

    0 shares
    Share 0 Tweet 0
  • সমাবেশ ঘিরে চারটি স্পেশাল ট্রেন ভাড়া করল জামায়াত

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসরাইলের হামলার জবাবে সিরিয়ার সেনাবাহিনীর স্টেট অব অ্যালার্ট ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সমাবেশস্থলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জুলাই ১৯, ২০২৫

সিরিয়ায় ইসরাইলের হামলা অগ্রহণযোগ্য: তুরস্কের প্রেসিডেন্ট

জুলাই ১৮, ২০২৫

সময় যতই লাগুক গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করবোই

জুলাই ১৮, ২০২৫
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version