আলোচিত ইসলামী বক্তা উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটেছে। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান আবু ত্বহা।
তিনি লেখেন,
> “উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য ওলামায়ে কেরামের পরামর্শে শরিয়াহসম্মতভাবে সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়েছে, আলহামদুলিল্লাহ।”
পোস্টে তিনি সমাধানের বিস্তারিত তুলে ধরে বলেন—
১. মুরুব্বি আলেমদের উপস্থিতিতে আবু ত্বহা তাঁর স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। ফলে বর্তমানে তাঁদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।
২. বিয়ের সম্পূর্ণ মোহরানা আগেই পরিশোধ করা হয়েছিল। এ বিষয়ে কোনো দেনাপাওনা বা আলোচনার অবকাশ নেই, আলহামদুলিল্লাহ।
৩. সাবিকুন নাহার গত বছর মিরপুরের Taw Haa Zin Nurain Islamic Center–এর উন্নয়ন প্রকল্পে প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও আরও প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন। সাম্প্রতিক বৈঠকে তিনি সেই অর্থ ফেরতের দাবি জানান।
ওলামায়ে মাজলিস উভয় পক্ষের সম্মতিতে অর্থ ফেরতের সময়সীমা নির্ধারণ করেছেন। প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন—
> “বিবাহ বিচ্ছেদ ৮ ভরি স্বর্ণের বিনিময়ে হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার কিংবা আমার প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রচারণার কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।”
৪. সন্তানদের অভিভাবকত্ব বিষয়েও ওলামায়ে মাজলিস শরিয়াহ অনুযায়ী ফয়সালা দিয়েছেন, যা উভয় পক্ষই সর্বসম্মতভাবে মেনে নিয়েছেন।
পোস্টের শেষে আবু ত্বহা অনুরোধ করেন—
> “বিষয়টি আলেমদের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা বা বিতর্ক না করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।”







