ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মো. ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. এ. হালিম। উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ওবায়দুর রহমান, কলেজ শাখা সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখা সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ও সাহিত্য সম্পাদক দিদারুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের শিক্ষার পাশাপাশি অর্থসহ কুরআন পাঠে আগ্রহী হবেন। অনুষ্ঠানে ৮৫০ শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে কুরআন তুলে দেওয়া হয়।







