চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে যুথি (২২) এবং চাঁদপুরের গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে রবিউল করিম (৩৩)। তারা প্রাইভেটকারযোগে চলাচল করছিলেন। গাড়িটি (ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫) জব্দ করা হয়েছে।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যুথি নিজেকে একজন ডান্সার হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি মদ খাই, আমার লাইসেন্স আছে।” তিনি দাবি করেন, ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে আসার সময় এসব সঙ্গে এনেছিলেন।
ঘটনার পর হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং–২৩, তারিখ: ২৯/১০/২০২৫)।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় প্রাইভেটকার তল্লাশি করে মাদকসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে মামলার পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।







