প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে সম্মতি জানিয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে থাকা দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, দলের নিবন্ধনসংক্রান্ত বিষয় এবং নির্বাচনী প্রতীক নিয়ে আলোচনা হয়। এনসিপি জানায়, ‘শাপলা কলি’ প্রতীককে তারা তাদের দলীয় আদর্শ ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতীক হিসেবে বিবেচনা করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আশা করি, গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় এনসিপি জনগণের সঙ্গে থেকে ইতিবাচক রাজনীতির বার্তা দেবে। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।”
এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা এনসিপিকে নির্বাচনী আচরণবিধি ও নিবন্ধন প্রক্রিয়ার নিয়মাবলি অনুসরণের পরামর্শ দেন।







