ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১—মনোনয়ন পেয়েছেন।
সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন। মোট ১০ নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
দলটি ৬৩টি আসন খালি রেখেছে, যা সহযোগী ও সমমনা দলগুলোর জন্য বরাদ্দ রাখার ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপি সূত্রে জানা যায়, জোটের ১২ নেতাকে এসব আসনে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।
গ্রিন সিগন্যাল পাওয়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—
পিরোজপুর-১: জাপা (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
ঢাকা-১৭: বিএনপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ
লক্ষ্মীপুর-১: এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
কিশোরগঞ্জ-৫: বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা
ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি
চট্টগ্রাম-১৪: এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুক
কুমিল্লা-৭: এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
নড়াইল-২: এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
ঝিনাইদহ-২: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান







