পাকিস্তান অভিযোগ করেছে, ভারত বিতর্কিত সির ক্রিক উপকূলে ‘ফলস ফ্ল্যাগ’ হামলার পরিকল্পনা করছে—অর্থাৎ এমন এক সাজানো অভিযান, যার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া হবে। সোমবার (৩ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, “ভারত সির ক্রিক অঞ্চলে সীমিত আকারে একটি সামরিক অভিযান সাজানোর প্রস্তুতি নিচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের অজুহাত তৈরি করা।” তিনি আরও দাবি করেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের ষড়যন্ত্রের তথ্য পেয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী ও সীমান্তরক্ষীরা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
চৌধুরী বলেন, “এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও কোনো আগ্রাসনের জবাব দিতে আমরা প্রস্তুত।”
উল্লেখ্য, আরব সাগরের উপকূলঘেঁষা সির ক্রিক অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধের একটি সংবেদনশীল এলাকা। দুই দেশের সামুদ্রিক সীমানা নির্ধারণ নিয়ে এখানেই প্রায়ই উত্তেজনা দেখা দেয়।







