জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি।
মঙ্গলবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, “তফসিল ও আচরণবিধি চূড়ান্ত করার কাজ চলছে। বুধবার তফসিল ঘোষণা করা হবে এবং তখনই নির্বাচনের তারিখ জানা যাবে। পাশাপাশি চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।”
এর আগে, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জকসু বিধিমালা অনুমোদন করে। পরের দিন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় এবং ৩০ অক্টোবর রাতে খসড়া আচরণবিধি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত রোববার আচরণবিধি ও সম্ভাব্য ভোটের তারিখ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।







