ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দফতর।
মাওলানা ফজলুর রহমান গাজীপুরের জামেয়া খালেকিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক এবং হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে প্রার্থী হতে আগ্রহী মাওলানা ফজলুর রহমান। এর আগে ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে প্রার্থী হয়েছিলেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
দল পরিবর্তন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান ও ফ্যাসিবাদবিরোধী ভূমিকা তার ভালো লেগেছে। তিনি জানান, “ইসলামী আন্দোলনের রাজনীতি জনগণের পক্ষে। দলের আমির ও নেতাদের সঙ্গে আলোচনা করেই আমি যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”







