চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দলীয় কোন্দল ও সহিংস রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সভায় তিনি বলেন, “দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে আসুন।”
তিনি আরও বলেন, অস্ত্র ও চাঁদাবাজির রাজনীতি থেকে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আগামী নির্বাচনে ব্যালটের শক্তি বুলেটের চেয়ে বেশি প্রমাণ করতে হবে। যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা যদি আগামীর বাংলাদেশ গড়তে চান—এনসিপি তাদের স্বাগত জানায়।
সরকারের উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা দেশের সবচেয়ে ব্যর্থ প্রকল্প। তিনি স্বাস্থ্য বোঝেন না, বোঝেন শুধু মেডিসিন ব্যবসা। খুলনায় মুক্তিযোদ্ধার চোখ হারানোর দায় তার।” মুক্তিযোদ্ধা উপদেষ্টার প্রতিও অসন্তোষ জানিয়ে তিনি সতর্ক করেন, “জুলাইযোদ্ধাদের পাওনা দ্রুত পরিশোধ না হলে প্রটোকলের দামি গাড়ি থেকে টেনে নামিয়ে তা আদায় করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সাগুপ্তা বুশরা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দসহ অন্যান্য নেতারা।
হাসনাত আব্দুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কোরাম নয়, ঐক্য দরকার। একা সফল হতে চাইলেই পতন অনিবার্য—একসাথে থাকলেই টিকে থাকা সম্ভব।”







