জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামী মল্লযুদ্ধে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দুই দলকে আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াত ও বিএনপির মধ্যে মল্লযুদ্ধ চলছে, মারামারি হচ্ছে। আমরা রাজনীতির নামে এমন সংঘাত দেখতে চাই না। রাস্তায় ফাইট নয়, আলোচনার টেবিলে সমাধান চাই।”
তিনি আরও বলেন, “সরকার এখন বলটি তাদের কোর্টে ঠেলে দিয়েছে। তারা যদি নিজেরাই সমাধান করতে ব্যর্থ হয়, তবে সেটা হবে রাজনৈতিকভাবে লজ্জার বিষয়। তাই আমরা আহ্বান জানাই— বিএনপি ও জামায়াত আলোচনায় বসুন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এক দল আরেক দলকে আহ্বান জানাচ্ছে, আবার কেউ বলছে এটা সরকারের দায়িত্ব। কিন্তু আসলে এই সুযোগে সরকারই মানুষকে দেখাচ্ছে যে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসে আলোচনা করতে পারে না। ছয় মাস সরকার তাদের আলোচনার টেবিলে বসিয়ে রেখেছিল। তখন তারা বলেছিল সেটা ‘প্রতারণার টেবিল’। তাহলে ছয় মাস তারা কী করেছিল? যদি প্রতারণা হয়, তারাও তো প্রতারণার অংশ ছিল।”
তিনি রাজনৈতিক সংস্কৃতিতে এই ‘পারস্পরিক অবিশ্বাস’ বন্ধের আহ্বান জানান এবং জানান, বিএনপি ও জামায়াতকে এক টেবিলে আনতে ইতোমধ্যে আলোচনা চলছে। “গতকাল নয় দল নিয়ে একটি বৈঠক হয়েছে— সেখানে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদ উপস্থিত ছিল,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।







