জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে আলোচনার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “কয়েক দিন আগে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলাম। উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন করেছে। সেই ধারাবাহিকতায় আজ বিএনপির মহাসচিবকে ফোন করে আলোচনায় বসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছি।”
তাহের জানান, মির্জা ফখরুল বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই। লক্ষ্য হলো— আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান খোঁজা।”
জামায়াতের এই নায়েবে আমির আরও বলেন, “পরিস্থিতি অনুকূলে এলে সব দল নির্বাচনের পথে যাবে। তখন সিট বণ্টন থেকে শুরু করে আসন সমঝোতাও হতে পারে।”







