বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাহানারা নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এ ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেইজে তামিম লিখেছেন, “জাহানারা আলমের অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। সেগুলো সত্যি হলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে পর্যায়ের নারীই হোন না কেন, এমন আচরণ অগ্রহণযোগ্য।”
তামিম আরও বলেন, “বিসিবি তদন্ত কমিটি করেছে, তবে আমি মনে করি সরকার বা জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে স্বাধীন তদন্ত কমিটি হওয়া উচিত, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি বিসিবির দ্রুত অভিযোগ উড়িয়ে দেওয়ার সমালোচনা করে বলেন, “একজন ক্রিকেটার যখন দলের পরিবেশ নিয়ে অভিযোগ করেন, তা যাচাই করা জরুরি। কিন্তু বিসিবি যাচাই না করেই তা অস্বীকার করেছে, যা কাম্য নয়।”
নারী ক্রিকেটারদের সাহসী হওয়ার আহ্বান জানিয়ে তামিম বলেন, “যে কেউ যদি হেনস্তার শিকার হয়ে থাকেন, সবাই মুখ খুলুন, সাহস নিয়ে এগিয়ে আসুন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা জরুরি। কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে আছি।”







