যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম)। জানা গেছে, আফ্রিকম ইতোমধ্যে নাইজেরিয়ার ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে তিন স্তরের সামরিক বিকল্প পরিকল্পনা তৈরি করেছে—হালকা, মাঝারি ও ভারী হস্তক্ষেপের মডেলে।
এসব পরিকল্পনার লক্ষ্য হলো নাইজেরিয়ার সার্বভৌমত্ব বজায় রেখে দেশটির সেনাবাহিনীকে বোকো হারাম ও ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সহায়তা করা।
তবে যুক্তরাষ্ট্র এখনো তাৎক্ষণিক সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেয়নি। আফ্রিকম প্রধান জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসন শিগগিরই নাইজেরিয়া সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পশ্চিম আফ্রিকার ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন এই উদ্যোগ নিয়েছে। তারা মনে করছেন, আফ্রিকমের এই পরিকল্পনা আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে।







