জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ কেমন হবে, তার পূর্বাভাস এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে।
শুক্রবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাবি, জাবি, রাবি ও চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমি এবং দেশবাসী তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই। অনেকে জানতে চান, আগামী বাংলাদেশ কেমন হবে? আমি বলি, ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলো যেমন হবে, আগামীর বাংলাদেশও তেমনই হবে।”
ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই নতুন নেতৃত্বের প্রতীক। ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে তোমরাই জাতির স্বপ্নসারথি। মেধাবীদের প্রাপ্য সম্মান ও অধিকার আদায়ে তোমাদের ভূমিকা রাখতে হবে। দেশের ভবিষ্যৎ কেমন হবে, তার অনুশীলন এখন ছাত্র সংসদগুলোতেই চলছে।”
জামায়াত আমির আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও শিক্ষার উৎকর্ষের কেন্দ্রে পরিণত করতে হবে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা পিছিয়ে রয়েছি—এই অবস্থার পরিবর্তনে গবেষণার অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।”
তিনি ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান, “তোমাদের শতভাগ সফল হতে হবে। ক্যাম্পাসে যে স্থবিরতা এসেছে, সেটি ভেঙে নতুন প্রাণসঞ্চার করতে হবে। ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের তৈরি করো। তোমরাই দেশের ককপিটে বসে নেতৃত্ব দেবে, আমরা পেছন থেকে দিকনির্দেশনা দেব। ভুল করলে সতর্ক করব, সংশোধন না হলে পরিবর্তন করব। আমি বিশ্বাস করি, তোমরা যেমন দৃঢ়তা দেখিয়েছ, তেমনি এই দেশকেও গড়ে তুলতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এতে চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও শিবিরের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।







