জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী–২ আসনের প্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আসন্ন নির্বাচন তামাশায় পরিণত হবে।
তিনি বলেন, প্রশাসনে দলীয়করণ বজায় থাকলে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব নয়। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় জামায়াত নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে, সভা-সমাবেশে হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন অসম্ভব। প্রশাসনের দলীয় প্রভাব অব্যাহত থাকলে আবারও ‘হাসিনা মার্কা প্রহসনের নির্বাচন’ হবে বলে তিনি সতর্ক করেন।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ঢাকাস্থ কালীশুরী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বাউফল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস. এম. রুহুল আমীন। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ড. মাসুদ আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায়। তবে তার আগে জুলাই সনদের আদেশ জারি করে গণভোট সম্পন্ন করা এবং জুলাই সনের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি বলেন, জামায়াতের উত্থাপিত পাঁচ দফা দাবি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে, তাই জাতীয় নির্বাচনের আগে এই দাবিগুলো মেনে নেওয়া অপরিহার্য।
বাউফলবাসীর উদ্দেশে তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দাঁড়ান।”







