গণভোটসহ পাঁচ দফা দাবি আদায় না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় আয়োজিত সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)সহ সমমনা আটটি রাজনৈতিক দল।
শনিবার (৮ নভেম্বর) জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে ১১ নভেম্বরের ঢাকার সমাবেশ সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে দাবি না মানা হলে সমাবেশ থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, “আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। আমরা আবারও বলছি—দেশ, জাতি ও জনগণের স্বার্থে আলোচনায় অংশ নিতে সবাইকে আহ্বান জানাই। তবে গণভোটকে জাতীয় নির্বাচনের সঙ্গে একীভূত করার চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের আগে গণভোট অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। দাবি পূরণ না হলে ১১ নভেম্বরের জনসভা থেকেই আমরা কঠোরতম কর্মসূচি দেব।”
বৈঠকে সভাপতিত্ব করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন।
আন্দোলনরত আট দলের পাঁচ দফা দাবি হলো—
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে সেই আদেশের ওপর গণভোট আয়োজন।
২️⃣ আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪️⃣ বিগত সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫️⃣ জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।







