পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা খুব কাছ থেকে লক্ষ্য করে তাঁকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহত সাইফ মামুন একসময় পুরান ঢাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। পরবর্তীতে অপরাধজগতের প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জেরেই মামুনকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় ‘ইমন-মামুন বাহিনী’ নামে একটি সংগঠিত চক্র পরিচালনা করতেন। তাঁদের নেতৃত্বে একাধিক চাঁদাবাজি, দখলবাজি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ঘটনার পর সূত্রাপুর থানার পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের একটি দল আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







