কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রোববার দুপুরে কুমিল্লার ছনগাঁও এলাকায় অন্তত ২০টি যানবাহন ভাঙচুর এবং ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাড়ে বারোটার দিকে মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা কান্দিরপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন। বৈঠক শেষে ছনগাঁও গ্রামে প্রবেশ করলে বিএনপি প্রার্থী মো. আবুল কালামের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় দোলা আজিম সহ প্রায় ৫০ জনের মধ্যে অন্তত ২৫ জন আহত হন; তাদের মধ্যে গুরুতর আহতদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের দাবি, হামলাকারীরা মোটরসাইকেল ও লাঠিসোটা ব্যবহার করে তাদের লক্ষ্য করে আক্রমণ চালায়; ঘটনাস্থলে যেখানে—সেখানে চেয়ার, মঞ্চ ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কমপক্ষে ২০টি যানবাহনে ক্ষতি হয়েছে। হামলায় আহত এক নেতা বলেন, “আমরা শান্তিপূর্ণ সভা করছিলাম; হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন এসে লাঠিচারী ও ইট পাটকেল নিক্ষেপ করে।”
মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ উঠান বৈঠকে সময়ই প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং আহতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অপরপক্ষে মো. আবুল কালাম পক্ষের লোকজন হামলার ঘটনার বিষয়ে কথা বলতে অপারগতা ব্যক্ত করেছে; মো. কালামের ব্যক্তিগত সহকারী মোশাররফ হোসেন মসুকে একাধিকবার ফোন করলে তা ধরেননি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; যারা অভিযোগ করবেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।







