রাজধানীর বনশ্রী এ ব্লকে চলন্ত বাসে অগ্নিসন্ত্রাসের চেষ্টা করার সময় বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে স্থানীয়রা। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক বনশ্রী এলাকার প্রধান সড়কে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে একজনকে আটক করে ফেলে। আটক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নির্ঝরসহ কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, হঠাৎ বাসে আগুনের চেষ্টা দেখতে পেয়ে কয়েকজন মিলে ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, আটক ছাত্রলীগ নেতা এলাকার বাইরে থেকে এসে রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি নাশকতা কিনা, তা যাচাইয়ে তদন্ত শুরু করা হয়েছে।







