নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইশটেকি গ্রামে এক মধ্যবয়স্ক শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুককে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গত মঙ্গলবার ভোরে ভুক্তভোগীর টিনের দোচালা ঘরে ঢুকে তাকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন আজিমউদ্দিন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
ঘটনার পর গ্রাম্য নেতৃবৃন্দের কাছে বিচার চাইলে সোনারগাঁ থানার বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা চারদিন ধরে বিচার দেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বিচার না পেয়ে শনিবার রাতে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত আজিমউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ দায়েরের পর থেকে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে আছেন।







