চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। অলিখিত এই ফাইনালে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় লাল-সবুজ। ৩৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। ব্যাট হাতে তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ এবং পারভেজ হোসেন ইমন ২৬ বলে ৩৩ রান করেন।
ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ দল। টস হেরে আগে বোলিংয়ে নেমে দারুণ বোলিং প্রদর্শন করে লিটন দাসের দল। এক বল বাকি থাকতে আয়ারল্যান্ডকে ১১৭ রানে অলআউট করে তারা। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক পল স্টার্লিং, আর জর্জ ডকরেল যোগ করেন ১৯ রান। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন তিনটি করে উইকেট।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। ৪৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার—সাইফ হাসান ১৯ রান করে এবং লিটন দাস ৬ বলে ৭ রান যোগ করে আউট হন।
তবে এরপর দলকে稳িয়ে নেন তানজিদ তামিম ও চার নম্বরে নামা পারভেজ হোসেন ইমন। তাদের জুটিতে তৃতীয় উইকেটে ৫০ বলে আসে ৭৩ রানের দারুণ পার্টনারশিপ, যা দলকে সহজ জয় উপহার দেয়।







