সারাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত এবং ২৬২ জন আহত হয়েছেন। দলীয় মনোনয়ন ও প্রার্থিতা কেন্দ্রিক বিরোধের কারণেই এসব ঘটনা ঘটেছে।
এ ছাড়া রাজনৈতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে গত মাসে ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারা গেছে ১০ জন। প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৩৩টিই ছিল বিএনপির অভ্যন্তরীণ দলে দলে সংঘর্ষ, যেখানে আহত হয়েছেন ৪৭৯ জন।
প্রতিবেদন অনুযায়ী, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৫২ জন, বিএনপি-জামায়াত সংঘর্ষে ৪১ জন, বিএনপি-অন্যান্য দলের সংঘর্ষে ১৫৫ জন এবং বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষে ৯১ জন আহত ও একজন নিহত হয়েছেন। সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রেও উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে—২৩টি ঘটনায় ৩৬ জন সাংবাদিক নির্যাতন, হামলা, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন।
এ মাসে সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এর আওতায় সাতটি মামলায় ২৭ জনকে অভিযুক্ত এবং নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ছিল—গণপিটুনিতে ১৬ জন নিহত, পুলিশের হেফাজতে দুইজন এবং কারাগারে ১২ জনের মৃত্যু হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গত মাসে ন্যূনতম ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় নামীয় ১১৬৬ জন ও অজ্ঞাত ২৩০১ জনকে আসামি করা হয়েছে। যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ছয় হাজারের বেশি ব্যক্তি, যাদের অধিকাংশই আওয়ামী লীগ–সম্পৃক্ত।
নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনায় ১৭৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ধর্ষণের শিকার ৪৮ জন। শিশু নির্যাতনের ঘটনায় প্রাণ হারিয়েছে ২০ জন। শ্রমিক নির্যাতন, দুর্ঘটনা এবং সীমান্ত হত্যাকাণ্ডও উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদন প্রকাশকালে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা, হেফাজতে মৃত্যু ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ—এসব বিষয় সমাধান না হলে মানবাধিকার পরিস্থিতি আরও সংকটময় হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।







