১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত হয়। দীর্ঘ ৯ বছরের আন্দোলন-সংগ্রাম, বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ কর্মসূচি, ছাত্রসমাজের নেতৃত্ব এবং জনতার ধারাবাহিক গণপ্রতিরোধের ফলে এদিন এরশাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
স্বৈরশাসনের বিরুদ্ধে এই দীর্ঘ আন্দোলনে বহু মানুষকে জীবন দিতে হয়েছে। একের পর এক গণঅভ্যুত্থান, মিছিল, অবরোধ, ধর্মঘট ও প্রতিরোধের ফলে দেশে অচলাবস্থা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগপত্র প্রদান করেন।
এরশাদের পদত্যাগের পর তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় সূচিত হয়। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার টিকিয়ে রাখতে এরশাদ নানা কৌশল নিলেও শেষ পর্যন্ত জনগণের শক্তির কাছে তাকে পরাজিত হতে হয়।
এই দিনটিকে গণতন্ত্রকামী মানুষ স্বৈরাচার পতন দিবস হিসেবে স্মরণ করে।







