গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৭নং ওয়ার্ডের মরকুন তিস্তা গেইট এলাকায় টঙ্গী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুয়েল (২৭)-এর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে আহ্বায়ক মেহেদী হাসান আরিফসহ তিনজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটার পর জীবননাশের আশঙ্কায় জুয়েল টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে মো. মেহেদী হাসান আরিফ (২৮), মো. হিমেল (২০) ও মো. আরিফ (২৬) পূর্ব পরিকল্পনা করে কথা বলার কথা বলে জুয়েলকে মরকুন তিস্তা গেইট এলাকায় ডেকে নেয়। সেখানে সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনজন মিলে গালিগালাজ শুরু করে এবং ধারালো দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে জুয়েলের ওপর এলোপাথাড়ি মারধর চালায়। এতে তার শরীরে নিলা–ফোলা ও রক্তাক্ত জখম হয়। অভিযোগে হামলার দৃশ্য আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও উল্লেখ করা হয়।
জানা গেছে, অভিযুক্ত মেহেদী হাসান আরিফ টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং হিমেলও একই কমিটির আহ্বায়ক সদস্য। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সুযোগ পেলে পুনরায় হত্যাচেষ্টা চালানোর হুমকিও দিয়েছে।
অভিযোগ নাকচ করে মেহেদী হাসান আরিফ বলেন, ঘটনাস্থলে তিনি থাকলেও হামলায় তার সম্পৃক্ততা নেই। কলেজের আহ্বায়ক সদস্য হিমেলের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি অভিযোগকারীকে নেশাগ্রস্ত ও মাদক কারবারি বলে দাবি করেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর জানান, ঘটনাটি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি ওহিদুজ্জামান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







