ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার সারা গত ২১ অক্টোবর বিচ্ছেদে যান। তবে মাত্র এক মাসের মাথায় তারা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিজেই নিশ্চিত করেন সাবিকুন নাহার।
আবার কীভাবে একসঙ্গে হলেন—এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লিখেছেন, “দুনিয়াটা ক্ষণস্থায়ী। অনন্ত পরকালের সাফল্যই আসল। কে কী বলবে—এসবের কোনো পরোয়া নেই।” বিচ্ছেদকে তিনি “ধোঁকা ও প্রতারণা” হিসেবে উল্লেখ করলেও জানান, শেষ পর্যন্ত তারা নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন।
এ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাবে সাবিকুন নাহার ব্যাখ্যা দেন, তাদের মধ্যে চূড়ান্ত তিন তালাক (তালাক বায়েন) হয়নি; বরং এটি ছিল স্ত্রী কর্তৃক দেওয়া খুলা তালাক। খুলা তালাকের ক্ষেত্রে উভয়ের সম্মতিতে নতুন করে বিয়ে করা যায়—এ সুযোগ থাকায় তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানান তিনি।
সন্তানদের কারণেও এই সিদ্ধান্ত এসেছে বলে উল্লেখ করেন সাবিকুন নাহার। তিনি লিখেছেন, “আয়িশা প্রতিনিয়ত তার বাবাকে খোঁজে—‘বাবা যাইব? বাবা গাড়ি? বাবা কই?’—এসব প্রশ্নের ওজন বোঝার শক্তি কারও নেই। উসমানও তার আম্মুকে পাচ্ছে না। অন্যদের আম্মুর কাছে ছুটে যেতে দেখে সে নির্লিপ্ত চোখে জিজ্ঞেস করে—আম্মুর কাছে আমাকে কবে নিয়ে যাবে?”
সন্তানদের এই আকুতি এবং পারিবারিক শান্তির কথা বিবেচনা করেই তারা দুজন আবারও একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাবিকুন নাহার।







