বাংলাদেশকে সবসময় আপন দেশ হিসেবে দেখে ভারতের সরকার—এ মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার সন্ধ্যায় গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউজে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক বন্ধনে যুক্ত। স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, সামনে দিনগুলোতেও সেই সম্পর্ক অটুট থাকবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় সৈন্যরা রক্ত দিয়েছে, আর দুই দেশের মানুষ, সংস্কৃতি ও প্রাকৃতি একসূত্রে গাঁথা।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বৃহত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে বাংলাদেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ভারত সর্বদা প্রস্তুত।
আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক, গণমাধ্যমকর্মী, রাজনীতিক, সামরিক ও পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারতীয় ও বাংলাদেশি সাংস্কৃতিক দলের পরিবেশনা, দেশাত্মবোধক গান এবং ‘নৈঃশব্দ ৭১’ নাটক মৈত্রী দিবসের আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তোলে।







