বাউফলে জামায়াত শক্ত ঘাঁটি তৈরি করেছে অভিযোগ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলার পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত শেষে অনুষ্ঠিত সভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় শহিদুল আলম তালুকদার বলেন, বাউফলে জামায়াত শক্ত অবস্থান তৈরি করেছে, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, এ আসনে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে তার ভূমিকা সবচেয়ে বেশি। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মনোনয়ন ঘোষণার আগে যেভাবে প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার করা হয়েছিল, এখন বিভেদ সৃষ্টি না করে দলের সিদ্ধান্ত মেনে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে কেউ কেউ আপত্তি তুললেও নির্বাচন ঘনিয়ে আসায় এখন সব মতপার্থক্য ভুলে দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান তিনি।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব। অনুষ্ঠানে শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে।







