দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে তরান্বিত করতে বর্তমান সরকারকে নানাবিধ উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। তারই প্রেক্ষিতে আধুনিক ড্রোন থেকে শুরু করে নব্য সমরাস্ত্র খাতে অনেক বড় পরিবর্তন আনা হচ্ছে।

ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় এগোচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ’র মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা প্রাক-চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

বিমান বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রাক-চুক্তিপত্রে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।







