গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এ কথা সত্য নয়। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মির্জা ফখরুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই নির্বাচনে বিএনপিকে পরিপূর্ণ জয় নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতা করা একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই অপপ্রচার সাইবার অপরাধের অন্তর্ভুক্ত, এবং তা মোকাবিলায় কঠোর অবস্থান নিতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের এই প্রচারণা রুখে দিতে ভূমিকা রাখার আহ্বান জানান।







