ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, নামাজ মানুষকে অনৈতিক ও গর্হিত কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে। তাই নামাজমুখী সমাজ গড়ে তুলতে পারলে সমাজে অপরাধ প্রবণতা স্বভাবতই কমে আসবে।
বুধবার সকালে নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করেছে। মসজিদের সংখ্যা বাড়লে মুসল্লির সংখ্যাও বাড়বে, আর এতে সমাজ আরও শান্তিপূর্ণ হবে।
মডেল মসজিদের রক্ষণাবেক্ষণ বিষয়ে তিনি বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, এবার এর পরিচালনায় স্থানীয় জনগণকে যুক্ত করতে চাই। তার মতে, এসব মসজিদ গ্রামীণ অঞ্চল ও তৃণমূল পর্যায়ে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার এম এ ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎ, সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিনসহ প্রমুখ।







