রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। এই ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ৭ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও হামলার শিকার হন এবং সাকিবসহ বহু শিক্ষার্থী আহত হন।
বিবৃতিতে বলা হয়েছে, “ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়; এটি ছাত্রদলের ধারাবাহিক হত্যার রাজনীতির সুস্পষ্ট প্রতিফলন। হলের অভ্যন্তরে তাদের বেপরোয়া সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড, মাদকসেবন ও আধিপত্যের রাজনীতির নির্মম পরিণতি এটি।”
নেতৃবৃন্দ প্রশাসনের দায়িত্বে ব্যর্থতারও উল্লেখ করে বলেন, “ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখতে কর্তৃপক্ষের চরম ব্যর্থতা দেখা গেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।” তারা নিহত সাকিবের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন।







