ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাকসুদ কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিতে আজ হাজির হচ্ছেন ডাকসুর তিন শীর্ষ নেতা। বৃহস্পতিবার সকাল ১১টায় ট্রাইবুনালের আদালতকক্ষে তাঁরা এই সাক্ষ্য প্রদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সাক্ষ্য দিতে যাওয়া তিন নেতা হলেন—ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তারা জানান, খুনি হাসিনার শাসনামলে ঢাবির প্রশাসনে থাকা মাকসুদ কামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাঁরা ট্রাইবুনালে আনুষ্ঠানিক সাক্ষ্য দেবেন।
সকালে সাক্ষ্য প্রদান শেষে বেলা ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করবেন ডাকসুর নেতারা।







