জামালপুরের সরিষাবাড়ীতে র্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। ঘটনাকালে লিপির ১১ বছরের মেয়ে নিথি আক্তারকে ভয়ভীতি দেখানো হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠের কাছাকাছি একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্ছু মিয়া নিশ্চিত করেছেন।
নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মৃত কাদের মণ্ডলের ছেলে মহর আলীর স্ত্রী। মহর আলী র্যাব-২ এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় কর্মরত। কয়েক বছর ধরে লিপি আক্তার মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাতে লিপি আক্তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে পড়লে লিপি তাদের একজনকে চিনে ফেলেন। এতে চোরেরা ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং স্বর্ণালঙ্কার লুট করে। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি বাচ্ছু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।







