সরকারি আদেশ ও সচিবালয় নির্দেশিকার বিধি লঙ্ঘনের অভিযোগে সচিবালয় ভাতা দাবিতে আন্দোলনরত চার কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ায় কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করা হয়।
এর আগে বুধবার সচিবালয়ে ভাতা দাবির আন্দোলনের সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ঘটনার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আটকের বিষয়ে ডিপ্লোমেটিক জোনের যুগ্ম কমিশনার শামিনুর রহমান জানান, সচিবালয় কেপিআই হিসেবে চিহ্নিত এলাকা, যেখানে মিছিল বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আন্দোলনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করেছেন এবং গতকাল অর্থ উপদেষ্টার সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছেন। আজও বারবার নিষেধ করার পরও তারা আন্দোলন চালিয়ে যাওয়ায় তাদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটির ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবারও অর্থ মন্ত্রণালয়ের সামনে সন্দেহজনক আনাগোনার কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ প্রদান চেয়ে তারা আন্দোলন করে আসছেন।







