ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ–ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, গত বছরের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর ‘শেখ হাসিনার নির্দেশে ইসরাইলি কায়দায়’ হামলা চালানো হয়েছিল। মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জবানবন্দি দেওয়ার বিরতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, সেদিন শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছিলেন। কিন্তু শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার ও রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বেরিয়ে আসেন এবং ক্যাম্পাস স্লোগানে মুখরিত হয়।
সাদিক কায়েম বলেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতকে বাসায় ডেকে নিয়ে বহিরাগতদের মাধ্যমে শিক্ষার্থীদের দমন করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ১৫ জুলাই রাজু ভাস্কর্যের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায়। আহতদের হাসপাতালে নেওয়ার সময় এবং বিভিন্ন ক্লিনিকে পৌঁছানোর পরও বারবার হামলার শিকার হতে হয়।
তার ভাষায়, “ইসরাইলিরা ফিলিস্তিনিদের ওপর যেভাবে হামলা করে, আমাদের ওপর সেইভাবে হামলা করা হয়েছিল।”







