কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাছে এসে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪) দুজনই লারপাড়া এলাকার বাসিন্দা এবং সক্রিয় যুবদল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান।
হাসপাতালে আহতদের দেখতে এসে কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল দাবি করেন, এ হামলা পরিকল্পিত। তিনি বলেন, সাইফুল ও ফারুক দুজনই যুবদলের সক্রিয় নেতাকর্মী। যারা এ হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গুলির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।







