সুদানের আবেই অঞ্চলে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আন্তঃরাষ্ট্রীয় শান্তিরক্ষা মিশনের আওতায় নিয়োজিত একটি জাতিসংঘ ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা আকস্মিকভাবে ইউএন ঘাঁটিতে আক্রমণ করলে বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় তীব্র সংঘর্ষে ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে এবং সংঘর্ষ এখনো চলমান বলে জানানো হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের পতাকা তলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আত্মত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। নিহত শান্তিরক্ষীদের পরিচয় ও পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।







