তুরস্ক তাদের নিজস্বভাবে তৈরি ‘তাইফুন’ (Tayfun) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরেকটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রোকেটসান (ROKETSAN) নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি কৃষ্ণসাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে ব্যবহৃত তাইফুন ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক ৫০০ থেকে ৮০০ কিলোমিটার। এটি দেশটির দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে আরও উন্নত সংস্করণ ‘তাইফুন ব্লক-৪’ তৈরির কাজ চলমান রয়েছে।

প্রতিরক্ষা সূত্রের তথ্যমতে, ব্লক-৪ সংস্করণটির ওজন প্রায় ৭ টন হতে পারে এবং এর সর্বোচ্চ পাল্লা ১ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই ক্ষেপণাস্ত্রে জিপিএস ও ইনর্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম একসঙ্গে অথবা কেবল ইনর্শিয়াল গাইডেন্স ব্যবহারের সক্ষমতা থাকবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে তুরস্ক আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পথে একধাপ এগিয়ে গেল।







