পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিসেবে পরিচিত নারীর স্বামী।
রোববার দুপুরে বাউফল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গৃহবধূর স্বামী আক্কাস মুন্সি। তিনি দাবি করেন, একটি পারিবারিক ঘটনাকে জামায়াতের নাম টেনে রাজনৈতিক রং দিয়ে দেশ রূপান্তর সহ কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাদের পরিবারের সম্মান ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
আক্কাস মুন্সি বলেন, প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি বিকৃত করা হয়েছে। যারা যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ করেছেন, দেশ রূপান্তর সহ অন্যান্য সংবাদ মাধ্যম গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এর আগে শনিবার আক্কাস মুন্সির স্ত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অভিযুক্ত শুভর হাত থেকে নিজের সম্ভ্রম রক্ষার জন্য তিনি পুকুরে ঝাঁপ দেন, তবে শেষ পর্যন্ত রক্ষা পাননি। ওই বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ঘটনাটি ঘটে বলে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। পরবর্তীতে ওই সংবাদের সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হলে রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিন্ন দাবি তুলে ধরেন গৃহবধূর স্বামী।







