আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভারতের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না। জবাবে ডা. শফিকুর রহমান বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশি-বিদেশি অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় আসেন এবং অন্যান্যদের মতো তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে।
তিনি জানান, যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের বিষয়ে আগেও প্রকাশ্যে জানানো হয়েছে। একইভাবে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে ওই সাক্ষাতের বিষয়টিও প্রকাশ্যে আনার কথা জানানো হলে তারা সেটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন তিনি তাদের বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।
ডা. শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে—এমন সংবাদ প্রকাশ করায় তিনি বিস্মিত হয়েছেন। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট দেশীয় গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।







