আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবার দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ–ভারতের রাজনৈতিক উত্তাপের প্রভাব পড়ল আইপিএলেও। এর জেরে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। মোস্তাফিজকে দলে নেওয়ায় ভারতের উগ্রপন্থী কয়েকজন নেতাকর্মী পিচ নষ্টের হুমকি দেন বলে জানা যায়। এতে তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল।
শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানান, কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।







